পাতা:বোধিসত্ত্বাবদান-কল্পলতা (তৃতীয় খণ্ড).pdf/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ૭૭૧ ] তিনি ভৃঙ্গস্বনদ্বার স্বাগত-বাদিনী লতারূপ সখীগণ কর্তৃক আলিঙ্গ্যমান হইয়া এবং মৃগীগণ কর্তৃক প্রেমভরে পরিবেষ্টিত হইয়া পিতার তপোবনে উপস্থিত হইলেন । ৯৪ ৷ পুণ্যনিধি মুনি নিজ তপোবলে অর্জিত পুণ্যলোকে গমন করিয়াছেন । পদ্মাবতী আশ্রম শূন্ত দেখিয়া অধীর ও মোহহত হইলেন ॥৯৫ তিনি জন্মাবধি মনোমধ্যে লীন স্বচ্ছস্বভাব পিতার বাৎসল্য স্মরণ করিয়া ত্রিভুবন শূন্য বোধ করিলেন এবং সপর্দষ্টার ন্যায় বিষবৎ যাতনায় অধীর হইলেন । ৯৬ ৷ র্তাহার অতি প্রিয় সেই তপোবন মুনি বিহনে অপ্রিয় বোধ হইল । কাল সমস্ত পদার্থেরই সার ভক্ষণ করে, এজন্য সবই বিরসস্বভাব অর্থাৎ কিছুতেই স্থখ নাই । ৯৭ ৷ সেই মনোহর দেশে এবং সেই পুষ্পাকর বসন্ত কালের দিনে একের অভাবে সমস্তই বিষাদময় হয় । ৯৮ ৷ তৎপরে পৃথিবীর চন্দ্ৰলেখীসদৃশ পদ্মাবতী প্রত্ৰজিতার স্যায় বেশ ধারণ করিয়া সুখ ত্যাগপূর্বক নান দেশ ভ্রমণ করিতে করিতে মূৰ্ত্তিমতী শাস্তির ন্যায় বারাণসীতে উপস্থিত হইলেন। ১৯। তথায় কৃকি রাজা অভিলাষী হইয় তাহাকে প্রার্থনা করিলেও তপঃপ্রদীপ্ত অগ্নিশিখার স্যায় তেজস্বিনী পদ্মাবতীকে তিনি স্পশ করিতে পারেন নাই । ১০০ । রাজপত্নীগণ দেবতার ন্যায় অতি যত্নে তাহাকে পূজা করিতেন । পতিব্ৰতা তথায় নিজ বৃত্তান্ত চিন্তা করতঃ কিছু দিন বাস করি লেন । ১০১ । রাজা ব্ৰহ্মদত্তও চরদ্বারা বtয়ণসীস্থিত পদ্মাল ভীর কথা শুনিয়া বিয়োগ-দুঃখে দহমান হওয়ায় ব্রাহ্মণবেশ ধারণ করিয়া তথায় গেলেন । ১০২ ৷ כי "ש