8X8 SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAA AAASA SAAAAA SAAAAAS AAAAAA سے ۔ -.۔- ----- --م. ہ-- یہ یے যদি সকৌন্সিল গবৰ্ণর-জেনারেল স্বরাজের প্রস্তাব গ্রহণ না করেন, তাহা হইলে স্বরাজ্যপ্রার্থীরা ব্যবস্থাপক সভার কাজ অচল করিতে চেষ্টা করিবেন । সে চেষ্টা সফল হইলে, বড়লাট নিজের আইনসঙ্গত ক্ষমতা অমুসারে রাষ্ট্রীয় কাজ চালাইতে থাকিবেন । কিন্তু এভাবে কাজ চালাষ্টতে হইলে তাহাকেও এক হিসাবে গবর্ণমেণ্টের পরাজয় বলিতে হইবে । স্বতরাং বরাবর এই প্রকারে কাজ না চালাইয়া ব্রিটিশ গবর্ণমেণ্ট কে বর্তমান ভারত-শাসন আইন এমন ভাবে পরিবর্তন করিতে হইবে, যাহাতে ব্যবস্থাপক সভা পুনরায় অচল না হয় । এই পরিবর্তন দুই প্রকারের হইতে পারে। এক হইতে পারে, যে, ব্যবস্থাপক সভাগুলি বাস্তবিক অরো গণতান্ত্রিক হইবে, উহার রাষ্ট্ৰীয় ক্ষমতা আরো বাড়িবে। কিম্বা এরূপ হইতে পারে, যে, গণতান্ত্রিকতার মুখোসটা অfরো মোহজনক করিয়৷ ব্যবস্থা আসলে এমন করা হইবে, যাহাতে সভ্যদের ব্যবস্থাপক সভাকে আচল করিবার ক্ষমতা এখনকার চেয়ে খুব কম হয়, কিম্বা লুপ্ত হয় । কি যে হইবে, তাহা ভবিষ্যতের গর্তে নিহিত । কিন্তু নূতন ভারতীয় ব্যবস্থাপক সভায় স্বরাজ্যদল বেশ পুরু না হইলে, এই সমস্ত জল্পনাই বৃথা হইবে । বঙ্গীয় ব্যবস্থাপক সভায় স্বরাজ্যদল বঙ্গীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নিৰ্ব্বাচন শেষ হইয়াছে। স্বরা জ্যদলের যত সভ্য নির্বাচিত হইয়াছেন, ঐ দলের লোকেরাও বোধ হয় তত আশা করেন নাই ; অন্য লোকদেরও অম্বুমান ইহা অপেক্ষা কম ছিল । এই দলের চেষ্টা এতটা সফল হইবার কারণ সম্বন্ধে নানারূপ আলোচনা হইয়াছে । দল হিসাবে স্বরাজ্যদল এখন পর্য্যন্ত দেশের জন্য কিছুই করেন নাই। সুতরাং দেশহিতসাধনে তাহাদের কৃতিত্বের জোরে তাহার এতটা সফলভা লাভ করিয়াছেন, এমন বলা যায় না । ব্যক্তি হিসাবেও স্বরাজ্যদলের নির্বাচিত অনেক সভা র্তাহীদের পরাজিত প্রতিদ্বন্দ্বীদের অপেক্ষ অযোগ্য লোক । সেইজন্য আমাদের অনুমান এই, যে, প্রধানতঃ গবর্ণমেণ্ট, এবং তাহার পর মন্ত্রীদের দল দেশের প্রবাসী-পৌষ, ১৩৩৮ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড AAAAAA AAAA AAAA AAAA ASAS A SAS SSASAAA AAAA SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSASAS SSAS লোকদের বিরাগভাজন বলিয়া বিরোধী স্বরাজ্যদলের এতটা জিত হইয়াছে । যে ও যtহা আমাদের বিদ্বেষ ভাজন, তাহাকে কেহ বিনষ্ট করিবে বলিলে স্বভাবতই তাহার প্রতি অনুরাগ জন্মে। গবর্ণমেন্টের বিরুদ্ধে একট। রব তুলিয়া দিয়া কাৰ্য্য উদ্ধার করার ফিকিরট: মোটেই নূতন নয় ; অথচ সব দেশেই লোকে ইহাতে আগেও ভুলিয়াছে, ভবিষ্যতেও ভুলিবে । এই বাংল। দেশেও, কলিকাতা-বিশ্ববিদ্যালয়ের যে অনেক গলদ আছে ও সংস্কারের প্রয়োজন, সে কথাটা আশুবাবু ও র্তাহার দল চাপা দিয়া ফেলিলেন এইরূপ রব তুলিয়া, যে, গবর্ণমেণ্ট, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হরণ করিবার চেষ্টা করিতেছে। গবর্ণমেণ্টের সেরূপ কুমৎলব থাকিলেও, বিশ্ববিদ্যালয়ের দোষগুলা গুণে পরিণত হয় না। কিন্তু গবর্ণমেণ্টের প্রতি লোকের যে রাগ বরাবর আছে, তাহাকে আরো বাড়াইয়া দিয়া ঐ দোষগুলার দিক্ হইতে মাহুষের দৃষ্টি আশু-বাবুর দল অন্য দিকে চালিত করিলেন। স্বরাজ্যদলের আংশিক জয়ও এই-প্রকারের একটা চা’লের দ্বারা লব্ধ হইয়াছে। গবর্ণমেণ্ট, খারাপ, মন্ত্রীরা খারাপ লোক, গবর্ণমেণ্টের আংশিক সমর্থকেরাও খারাপ লোক ; অতএব, গবর্ণমেণ্ট -পক্ষের পুরাপুরি বিরোধীরা অবশ্য ভাল লোক ও যোগ্য লোক-ন্যায়ুশাস্ত্রের মনতুমোদিত এইরূপ ধারণার বশে, গবর্ণমেণ্টের দলের লোক নহেন, অথচ মডারেট দলেরও লোক নহেন, গবর্ণমেণ্টের প্রত্যেক কাজেরই বিরোধিতা করিতেও প্রতিজ্ঞাবদ্ধ নহেন, যোগ্য ও সৎ এরূপ লোক নির্বাচিত না হইয়া কোন কোন স্থলে তদপেক্ষ অযোগ্য এমন লোক নির্বাচিত হইয়াছেন, র্যাহাদের একমাত্র বা প্রধান যোগ্যতা এই, যে, তাহার ব্যবস্থাপক সভাকে ও গবর্ণমেণ্ট কে গুড়া করিয়া ফেলিতে প্রতিজ্ঞাবদ্ধ । স্বরাজ্যদলের প্রধান কোন কোন ব্যক্তির প্রভাব এবং লোকপ্রিয়তাও ঐদলের আংশিক জয়ের একটি কারণ। স্বরাজ্যদলের বিপক্ষেরা বলেন, যে, ঐদলের লোকদিগকে জিতাইবার জন্য উহার কৰ্ম্মীরা অনেক মিথ্যাচরণ প্রভৃতি করিয়াছেন। ইহা সত্য কথা। দল হিসাবে বলিতে গেলে, বোধ হয় কোন দল সম্বন্ধেই ইহা
পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪২২
অবয়ব