পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী শরণাগত । স্থান দি ও করুণায় তব চরণ-তলে, যদি, না পারি লভিতে নিজ ধরম-বলে ! দৃঢ় পণ করি, “পাপ করিব না আর করিব না” ব’লে, পাপ করেছি আবার ; তবু, তোমারে না আনি ডাকি', আপন গরবে থাকি, ব্যর্থ পুরুষকার করম-ফলে । নিজ বলে বল করা, বিফল কেবলি, - তব বলে বলী হ’লে, তবে বলি বলী : আমি, ঠেকিয়া ঠেকিয়া শিখে, ফিরেছি তোমারি দিকে, ( মোরে ) কাদাইয়া, ধুয়ে লহ নয়ন-জলে ! মিশ্র ইমন—কাওয়ালী । ২৩