পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী খবরগুলো যেন, কামান গোলা নিয়ে, কাণের কাছে এসে যায় গো ফেলে দিয়ে ; নয়ন মুদে দেখি, শোণিত নদী, একি ! কে যেন ব'লে যায়, খবরদার ।" । সোণার খনি দিয়ে বল কি হবে বাবা ; থাকলে ধড়ে প্রাণ, অনেক খানি পাবা ; কেন এ কাটাকাটি, পরাণ বধাবধি ? কেন এ খোচাখুচি, রক্তে নদনদী ? অনেক দেশ আছে ;—প্রাণটা যদি বাচে, খুচিয়ে কেন কর সেটাকে বা’র ? শ্বশুর, শালী, শালা, শাশুড়ী, মাগ, ছেলে, - বহুত মিলে যাবে, প্রাণটা বেঁচে গেলে ; পালিয়ে এস চলে ও কচু দেশ ফেলে, দুঃখ যাবে ক’ছিলিম তামাক খেলে, চেহারা যাবে ফিরে, বেরোবে কালশিরে, ভুড়িটে যাবে বেড়ে, চমৎকার ! মিশ্র ইমন—তেওরা । So 8