পাতা:কল্যাণী - রজনীকান্ত সেন.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্যাণী দেখ, বড়ই হাভা’তে 'হরি বোস', পাচ টাকার কমে নাই পরিতোষ, তাই, মক্কেল, বৃদ্ধ-অঙ্গুলি দেখায়ে, উঠে এলো, ভারি করি’ রোষ ; তখন, আমি শ্ৰী ‘নিঃস্বার্থ চাকী’, “এস চাচা মিঞা” বলে ডাকি ; “আরে, দুটাকায় আমি ক’রে দেবো চাচা, তোমার ভাবনাটা কি ?” । তখন, চাচাও দেখলে সস্তা, রেখে গেল কাগজের বস্তা, . চাচা, চ’লে গেলে, টাকা বাজিয়ে দেখি, ও বাবা এদু'টো যে দস্তা ! দুৰ্দ্দশার কি দিব ফর্দ ? দেখ, হয়েছি বেহায়ার হদ ; কাজ যত, তার ত্রিগুণ উকিল, । মক্কেল তাহার অৰ্দ্ধ । 林· दे9७