পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}}\; মংবাদ গক্ৰে মোকালের কথা ( ७ ७ि८गशब्र s४२७ । २२ ज*jशंध5 s२७० ) শ্ৰীযুত রাজা গৌরবল্লভ রামের মোকদ্দমার জন্ম ॥—মহারাজ রাজবল্লভ রায়ের মৃত্যুর পূর্বে র্তাহার পুত্রের পোষ্য পুত্ৰ লইবার জন্য অনুমতি ছিল। পরে সেই আত্মত্যন্ত্রসারে প্রযুত রাজ গৌরবল্লভ রাম রাজা মুকুন্দবল্লভ রামের রাণীর পোষ্য পুত্র হয়েন। তাহাতে ঐ মহারাজের ভাগিনেয় শ্ৰীযুত জগন্নাথ প্রসাদ বাৰু ঐ পোষ্য পুত্র অন্যথা করিবার মানসে আদালতে মোকদম করিয়া শ্ৰীযুত বিচারকত্ত্বারদিগের নিকট দুইবার মহারাজের অনুমতি ছিল না এমত সপ্রমাণ করাতে শ্ৰীযুত বিচারকর্তার ঐযুত জগন্নাথ প্রসাদ বাবুকে বিভবাধিকারী কfপ্রয়। এই আজ্ঞ করিয়াছিলেন যে ভবিষ্যং যদ্যপি কোন ব্যক্তি উত্তরাধিকারী হইয়া নালিস করে তবে পুনৰ্ব্বার তাহার নালিস গ্রাহ করা যাইবেক । ইহাতে সংপ্ৰতি ঐ পোষ্য পুত্র বিভবপ্রাপ্তি জন্য মুগীমকোটে নালিস করিয়াছিলেন তাহাতে ব্রাহ্মণ পণ্ডিতপ্রভৃতি অনেকের প্রমাণ এবং অন্যান্ত নিদর্শন পাওয়াতে তিনি যথার্থ পোষ্য পুত্র ও মৃত রাজার উত্তরাধিকারী এমত বোধ হইয়াছে । ( ২০ ডিসেম্বব ১৮২৩। ৬ পৌষ ১২৩০ ) মেং ম্যারনট সাহেবের ইউরোপ প্রেরণ –২২ দিসেম্বর তারিখের হরকরা পত্রদ্বারা অবগত হওয়া গেল যে‘কলিকাতা জরনেল কাগজের এক অংশী বা লেখক মেং য়্যারনট সাহেব কলিকাতাহইতে মোৎচন্দননগরে গিয় তাহার আত্মীয় কাং কামনর সাহেবের সহিত কিছুকাল ছিলেন গত ১• দিলেঙ্গর বুধবারে প্রবল আজ্ঞার দ্বারা পুলিসের এক বিজ্ঞ মাজিক্সিট ত্রযুত পাটন সাহেব পুলিসের তরফ হামরাও লোক সঙ্গে লইয়া তথায় মে ম্যারনট সাহেবকে গ্রেপ্তার করিয়া কলিকাতা আনিয়া ঐ দিবসেই শ্ৰীযুত অনরবল কোম্পানির ফেমনামক জাহাজ দ্বার স্বজন্মভূমি প্রেরণ করিয়াছেন । { ৬ মার্চ ১৮২৪ । ২ ৪ ফাল্গুন - ২৩০ ) মৃত্যু —সংপ্ৰতি বেলগড়ে মালিপোতানিবাসি জিলা তাকার আপিলের পণ্ডিত রাজচন্দ্র তর্কালঙ্কার মহাশয় সাংঘাতিক জর উপসর্গে কৰ্ম্মস্থলে থাকিয়; পরলোকপ্রাপ্ত হইয়াছেন । এই মহাশয় অনেক বিষয়ে অতিনিপুণ ছিলেন এবং বহু দিবসাবধি এই প্রধান কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিয়াছেন তাহাতে কথন কোন অংশে ক্রটি পাওয়া যায় নাই । (২৭ মার্চ ১৮২৪ । ১১ চৈত্র ১২৩০ ) থান। —১৮ মাচ বুহম্পতিবার বৈকালে শ্রযুত বাৰু গুরুচরণ মল্লিক কলিকাতার বড়বাজারের বাটীতে অনেক সাহেব লোককে নিমন্ত্ৰণ করিয়া নানাপ্রকার উত্তম২ দ্রব্য ভোজন পান করাইয়াছেন ও ভোজনাস্তে উত্তম বাইয়ের নাচ দেখাইয়া বাদশাহী ইংল্পগুীয় বাদ্য শ্রবণ করাইয়া সকলকে সন্তুষ্ট করিয়াছেন ।