পাতা:বেদবতী বা পতিপ্রাণা.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। –$--Kછે – - প্রথম গর্ভাঙ্ক ।

  • مسمسمحه وعيونهج বন্য-মধ্যস্থ পথ ]

--(মেঘ, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজাঘাত । ) [ শূলারোহণে মাওবা-মুনি ধ্যানে নিমগ্ন । ] ( বেদশীরা ও বেদবতীর প্রবেশ । ) বেদতী— বেহাগ—কাওয়ালি । এ ঘোর গহনে কেন পসিনু আসিয়া ; অর্ণধার নিশা, গ্রসিছে ক্ষণে ক্ষণে, চপল নাচি নাচি খেলায় নয়ন ধাধি । নাহি তারা-চন্দ্রম-বিমল-হাসি, বর্ষে বারিদ অম্বর ফাটি রে ; বহে মারুত স্বন স্বন তেজে, ভাঙ্গিছে তরু দলে রঙ্গে ভঙ্গে । এস প্রাণনাথ ! জুড়াই এ হিয়ে, সঁপি পরমেশে এদুটা প্রাণিরে। VO