পাতা:টাকার কল.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 টাকার কল। বাহির হইলে উত্তমরূপে কৰ্ষিত ও পাইট করা জমিতে সাৰি বান্ধিয়া ও খুবরি কাটিয়া তাহার মধ্যে পুরাতন গােময় ও অল্প পরিমিত খৈলমিশ্রিত মাটি দিয়া ঐ খুরি পূর্ণ করিবে এবং ঐ চারাযুক্ত মূল তাহাতে পুতিৰে। মূল অভাবে পটলের লতা রােপণ করিলেও তাহার পত্রগ্রন্থি হইতে গাছ জন্মিয়া থাকে। লতাকে বলয়াকারে গােল করিয়া বিড়া বাধিয়া মূল খণ্ডের ন্যায় কাটিয়া গােয় জলে ভিজাইয়া অঙ্কুরিত করিয়া লইলে ভাল হয়। পরে প্রত্যেক খুবরীতে ৩৪টী করিয়া মূলগণ্ড বা লতাখণ্ড অথবা ১টা করিয়া লতার বিড়া রােপণ করিতে হয়। রােপণ করা হইলে খুবরীর উপরে ঘাস খড় প্রভৃতি আচ্ছাদন জন্য চাপা দিবে। খুচিয়া নিড়াইয়া সর্বদা গাছের গােড়ায় মাটি পরিষ্কার ও আল্পা রাখা আবশ্যক। পটোলক্ষেত্রে জল সেচন করিতে হয় না। পটোল-ক্ষেত্র এক দিকে এরূপ ঢালু করিয়া প্রস্তুত করা আবশ্যক যেন তাহার মধ্যে কিছুমাত্র বর্ষায় জল দাড়াইতে না পারে। ক্ষেত্রে জল বাধিলে ফসল পচিয়া নষ্ট হইবে। (১) (১) অন্যান্য সঞ্জী চাষের আয় এস, সি, স্বামী স্কু “সজী-বাগান" দেখুন।