পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিটকেলের দপ্তর ।

  • ঙ পাছে বাচ্ছাবা জাতিভ্রষ্ট হয়, এই ভয়ে সারা ভষ্টম যায়

এবং যাহাতে তাহাবা অবিকল মানুষ না কষ্টয ঠিক কেবাণী থাকে সেই চেষ্টা করে । ইহাদের সঠিত এই বিষয লইয়া মন্থৰ্য্যজাতির চির-প্রভেদ । পূর্বেই বলা হইয়াছে এবং প্রাণিবৃত্তান্তেও পড যাব, ষে, যেখানে সভ্যতার শ্ৰীবৃদ্ধি হয়, কেরাণীরা সেইস্থানের দলে দলে আসিয়া বাস কবে । ভারতবর্ষের ভিতর 'কলিকাতা, এলাহাবাদ, কানপুর, জামালপুর প্রভৃতি বড বড় জায়গায় ইহাদিগকে দেখিতে পাওয়া যায়। সিমলাপাচাড়ে ইহাদের এক বৰ্ণক আছে । আমি আজি ভারতবর্ষের কেরাণী সম্প্রদায়েব কথা লিখিলাম। পৃথিবীর অন্য অন্য স্থানের কেবাণীদের ইতিহাস সংগ্ৰহ কবিতে পাবিলে তাহীদের বিবরণ যথা সমযে প্রকাশ কবিব ! বাঙ্গালি সাহেব | 'ই-হাদেব দেখিলেই আমার ভয় হয় অাব হেমচন্দ্রেব "ওহে বঙ্গবাসী জান কি তোমরা, কোন দেশবাসী কি জাতি ইহারা”— ইত্যাদি মনে পড়ে । ইহঁরা কি লোক স্থির করিতে পারিলাম না । ষেন পৃথিবীব নয় নয় বলিয়া বোধ হয়। যেন কোথাও স্বপ্নে দেখা গিয়াছিল । বোধ হয় ইহঁার স্বপ্ন বাজ্যের প্রজ, মৰ্ত্তে কেবল ছলনা করিতে আসেন । o