পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাক্তার বাবু । S)。 তাহাব বাটীব বোয়াকে বসিযt আছেন, আর এক জন আগন্তক আসিয়া জিঞ্জাদা করিল—“মশাই অমুক ডাক্তাবেব লাঙী কোনটা ?” তিনি অমনি বলিলেন “কি আপদ, এই যে সোজা গিযে ডাইনে গলির ভিতর ঢুকে বাযে আস্তাবলওলা বাড়ী ।” ৬ । স্বৰ্গীয মহাত্মা নেপোলিয়ান বোনাপাটিব ডাক্তাবদেব উপব অচলা ভক্তি ছিল । তিনি বলিতেন যে উকিলদেব কেবল আত্মপক্ষ সমর্থন করিতে হষ । এইরূপ কিছুকপল কবিতে কবিতে তাছারা সত্য ও মিথ্যা প্রভেদ কবিতে পাবে না, কিম্ব পাকিলেও কবে না। রাজনীতি লইয়। র্যাহাব সদাই উন্মত্ত, র্তাব। কেবল স্বপক্ষের জয় অনুসন্ধান কবেন, তাহাতে দেশের মঙ্গল হউক বা অমঙ্গল হউক, সে বিষয়ে তাহীর দৃষ্টিনিক্ষেপ করেন না । কিন্তু ডাক্তাবি স্বৰ্গীঘ বিদ্যা, লোকের “নিষতির’ সঙ্গে তাহদেব কণববাব — মানুষ মবিয়া যাইতেছে তখন তাহাকে মবিতে দিইবেন না । কিন্তু ব্যবসায় চক্রে পণ্ডিলেই স্বগীয বিদ্যা “তুলোপেজ" হইয় পড়ে। বিদ্যা অথকরী হইলে অনেকু সময সে বিদ্যাব দব কমিয়া যায়। কিন্তু আমি কি লিখিতে কি ছাই লিখিতেছি, ভুল ক্ৰমে গম্ভীবত্ব ধাবণ করিয়াছি । ঐ অামাব বড দোষ; নিজেব ওজন সময়ে সমযে ভুলিয। যাই । ৭ । বাঙ্গালী ভাষায় ডাক্তারের অনেক বকম নাম আছে, যথা ভিষক, চিকিৎসক, বৈদ্য, কবিরাজ, ধ্বস্বস্তবি ইত্যাদি, কিন্তু অপভাষায় অবও বেশী কথা—নাড়ীটেপ হাতুডে, গোদাগ, খুনেড, আবাব কেউ কেউ পবামাণিক ও