পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাল করে ধর গো অামায় । 6 * মুখানি অণধার করে, নিভই কাদাও . কচিখোকাটীর মত, (বল) এটা দাও ওটী দাও । কেমনে মিটাব তোর সাধ কেমনে মিটাব তোর জেদ বাতুল পারাণ ওরে বল, কেমনে যুচাব তোর খেদ ? কি পেয়েছ মৰ্ম্ম ব্যথা, খুলে বল দুটী কথ। দেখি ভেবে যদি ভার উপায় একটু থাকে ধুলা ঝেড়ে পুনরায় উঠাতে পারি কি তোকে । কি জানি কেনরে প্রাণ, সকলেরে দূরে ফেলি হাজার নিষ্ঠুর হলে, তবু তোরে ভাল বলি এই ষে কদিন ধরে, ব্যকুল করেছ মোরে নাহি নিদ্রা, নাছি তন্দ্রা, সদাইরে হাহাকার তবু তোর দিকে টানি বলি তুই আপনার । শৈশব হইতে তোরে, জানিনা কি ভাল বাসি ষা’চেহেছ ভাই লয়ে তোমার নিকট বসি ; কঁড়ে ঘরে যাহাছিল, ভিখারী সকলি দিল তবুভ দিলিন মন, তবুত দিলিন ধরা তোরে ভালবেসে প্রাণ, আপনি গেলাম মারা । কতদিন এমন করে, বাতুল পরাণ রে রহিবি ধুলায় পড়ে, আমায় কাদাবি আর;