পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোকিল কুজনে । ৩৯ পিতায় বিশ্বাস তব, আছেরে অপার. ভাই দেখি চিত্তাহীন, আনন্দিত আর । উষার আলোকে পিক, প্ৰফুল্লিভ মনে প্রিয় সঙ্গিনীর সাথে, উচ্চ গগণের পথে সুধার লহরী গীতে, ছড়াও যখন বহে ছনয়নে ধারা, কেঁপে উঠে মন । পাখিরে দূর্ভাগা আমি, সাধ হয় মনে ভোর সাথে চলে যাই, বিভু গুণগান গাই বিশুদ্ধ জাচারে থাকি, ফিরি বনে বনে সম্বন্ধ ঘুচাই পাপ, জগতের সনে ; পাপের আশক্তি বল, কেমনে এড়াই মনে করি ছাড়ি ছাড়ি, আবার ভুলিতে নারি পাথিরে বিশ্বাস বল, তোর মত নাই একটু উঠিতে আমি, পড়ে যাই তাই । যাহা লয়ে পাখি ওরে জন্মিয়াছ এ ধরায় সেই শৈশবের গান, সেই কোমল পরাণ ভুলনি কখন আর, ভুলিবেন তায় একথাটী মনে হ'লে প্রাণ মুগ্ধ হয় । শৈশবে ছিলি রে এক, একাই গাহিতে গান যৌবনে পড়িলে যেই, সে গানটী ভোল নাই