পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তাহার । কুসুম কাননে, নানা জাতিফুল সৌরভে ভরিল দিক ; গন্ধে মাতয়ার, ছুটে অলিকুল তরুশাথে ডাকে পিক । পবন হিল্লোলে, তুলি ভেছে পাত। তরুতে জড়ান দেহ ; ফুল রাশি তায়, বিকশিছে যেন প্রকৃতি মাতার স্নেহ । বাজা’ল দুন্দুভী, স্বর্গের দেবতা দশ দিক হ’ল তালে। ; পশু পাখি জীব, তরু ফুল লত। প্রেমেতে মগন হলো। পূরব গগণে, উঠিল ভপন লোহিত বরণ তার ; শুচি হ’য়ে সব, বেদজ্ঞ ব্রাহ্মণ ‘জয় ব্রহ্ম" বলে তার । হাসিছে তটিনী, হৃদয়ট খুলে উৰ্ম্মি শিশু কোলে লয়ে ; জব। বিলুপত্র, দেব-উপহার আপন বক্ষেতে খুয়ে ।