পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘুমাওনা অার । দেখরে সম্মুখে, প্রস্ট্রন সন্তান সুরায় আহত জ্ঞান হার হ’য়ে ; অকালে জীবন করে অবসান ভারতের মুখ দেখে না চেয়ে । কত ভাই দেখ, বিজ্ঞান শিওরে কুসুমের প্রায় অমল ধবল ; তুীরবে ফুটিল হুই দিনে করে নাই রে সুনীতি চরিত্রের বল । ফেহু ক'র দিকে, নাহি ফিরে চায় । পাষাণে গঠিত সবাই দেখি ; প্রাণের দোষর ভাই বোন যায় ; পাপ প্রলোভনে মুদিয়ে অণখি । পাপ প্রলোভনে সকলে দহিছে ছদ্মবেশে অগ্নি বসনে ঢেকে ; মৃতপ্রায় প্রাণ নাথেকে রয়েছে শত অনুতাপ হৃদয়ে মেখে । এসব দেখিয়৷ ভাই কয় জন উঠেছে জাগিয়া গভীর রাতে ; স্বার্থ দূরে রাখি হিয়া প্রাণ মন । পাপের সমরে অস্থিতি দিতে ।