পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তাহার । পলক তাহায় দেখে, কেমনে ভুলিলি সব 彎 কাদাইলি আবার অামায় । কেমনে দেখিলি প্রাণ, কেমনে দেখিলি তারে গোপনেতে কোথায় বসালি ; রহিলি এতেক দিন, এত ভালবাসি তোরে ভ্ৰমেও মা একটু স্মরিলি । চল চল ফিরে চল, আয় একবার সাধের কাননে যাই ; একটু আমোদ করি, আবার অাসিব ফিরি চল আমার দোহাই । “ষাবনা গে, আর আমি, আর ফিরে যাবনা গে৷ অনেক দিনের পরে, দেখিয়াছি প্ৰাণেশ্বরে এ’বার যাইলে ছেড়ে, আর আমি পাবনা গে। কি সুখে ভুলাবে মোরে, আর কে ভুলাতে পারে আর কা’র কাছে ভূলে, কভু আমি যাবনা গে। কে দিবে প্রাণের শাস্তি, সেইটী মনের ভ্রাস্তি স্থধ। ভ্রমে হলাহল আর আমি খাবনা গে৷ ” বুঝিয়াছি পরাণ রে, বুঝেছি তোমার গতি এতকরে ভুলাইয়। রাখিতে নারিন্থ প্রীতি ;