এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
৬
কবিতামালা।
নতুবা তোমার দয়া, কেন এত ভাগে॥
সে কথা ত কথা নহে, কথা এই সার।
তুমি যারে দেখা দেও, পুণ্য আছে তার॥
যত পুণ্য করেছিনু, অন্য দেহ ধরি।
দিলে তার পুরস্কার, দশ গুণ করি॥
যত বার দয়া হবে, জননী তোমার।
এস গো পাপীর ঘরে, কথা নাহি আর॥
কিন্তু মাতঃ ভিক্ষা চাই, কৃতাঞ্জলি করে।
এবার আসিলে এস, লক্ষ্মী সঙ্গে করে।
এই লেখায় এই অংশে একটি চিত্র থাকা উচিৎ। যদি আপনি তা দিতে পারেন, তবে, দয়া করে সাহায্য:চিত্র দেখুন। |