পাতা:ঝরা ফুল - করুণানিধান বন্দ্যোপাধ্যায়.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

==t =నైకా দখিণ হাওয়ার দিনে যখন ঘোমটা দিতে খুলে’, আধ ফুটন্ত চামেলী-হার পরিয়ে দিতে চুলে, এলিয়ে দিতে টেঙ্কা খোপা রঙ্গভর হাতে—— পণ করি তাম আসব না আর তোমার ত্রিসীমাতে । (ছায়) ইঙ্গিতে কেউ তথন যদি জানিয়ে দিত মোরে দুরন্ত দিন আসলে এমন কাদল ঘুমের ঘোরে। রইলে তুমি পান্থ সম অাখির অন্তরাল, বদলে দেবে জীবনটি মোর যৌবন-ইন্দ্রজাল । বুঝবে কি এই কেঁদে’ কেঁদে’ আঁধার রাত্রি জাগা ? জানত কেব আপন হয়ে', দেবে এমন ‘দাগ’ ? Rహి