পাতা:শ্রীহট্টের ইতিবৃত্ত - উত্তরাংশ.pdf/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ ভাগ 0 শ্রীহট্টের ইতিবৃত্ত ২২৬ সত্যানুসন্ধান-স্পহাসম্পন্ন সাধারণ মানুষ,—মানুষ যাহা এই ক্ষেত্রে করিতে পারে, তাহা তিনি করিয়াছেন, পুস্তক সম্বন্ধে এতাধিক প্রশংসা করিবার শক্তি নাই।”

  • 米 > 米

এতদ্ব্যতীত “হিতবাদী” (৪ঠা ফাল্গুণ ১৩১৮), বিশ্ববাৰ্ত্তা (১৯১১ইং) প্রভৃতি সংবাদ পত্রে ইতিবৃত্তের যে সমালোচনা প্রকাশিত হইয়াছে বাহুল্য বিধায় তাহা উদ্ধত হইল না। এস্থলে উদ্ধত অংশে সমালোচনা প্রবন্ধগুলি হইতে কোন কোন স্থান পরিত্যাগ করিয়া সংক্ষেপ করতঃ প্রকাশ করা গেল। প্রায়শঃ দৃষ্ট হয় যে, ব্যবসাদারী চালে, সমালোচনা হইতে প্রতিকূল অংশ বজ্জনপূবর্বক প্রশংসাবাদ মাত্রই উদ্ধৃত করা হইয়া থাকে। উপরোক্ত প্রবন্ধগুলি হইতে যাহা বাদ দেওয়া গেল, তাহা তদ্রুপ অংশ নহে। ইতিবৃত্তের বিষয়-পরিচয় সম্বন্ধে যাহা প্রবন্ধে ছিল, সংক্ষেপে করার উদ্দেশ্যে তাহাই মাত্র বাদ দেওয়া অংশে পরিত্যক্ত হইয়াছে। অনেক বিজ্ঞ মহানুভব ব্যক্তি ইতিবৃত্ত” পাঠে পত্রদ্বারা স্বীয় অভিমত প্রকাশ করিয়াছেন, নিম্নে তাহাদের মধ্যে মাত্র তিন জনের পত্র হইতে ২/৪ ছত্র উদ্ধত কবা গেল। (>) “আপনার + + শ্রীহট্টের ইতিবৃত্ত পাইয়া সুখী হইয়াছি। আমরা এতদিন যে শ্রেণীর গ্রন্থের অভাব বিশেষরূপে অনুভব করিতেছিলাম, আপনি তাহাই পূরণ করিলেন। এই অল্পকাল মধ্যে যতদূর পড়িয়াছি, তাহাতে বুঝিয়াছি ও ইতিবৃত্ত শৃঙঘলাবদ্ধ প্রণালী ক্রমে সুন্দর লিখিত হইয়াছে। কার্য যে এতশীঘ্ৰ শেষ হইবে আমি ততদূর আশা করি নাই। আপনি বোধ হয় অবগত আছেন রঙ্গপুর ও বগুড়ার ইতিবৃত্তও রচিত হইতেছে। রঙ্গপুব হইতে + + + বাবু অনুগ্রহ করিয়া এ সম্বন্ধে আমার সাহিত্যিক সহানুভূতি চাহিয়াছেন, ইতিমধ্যেই আপনার প্রস্তাবিত প্রণালী অবলম্বন করিয়া তাহারাও কার্যে অগ্রসর হইতে অনুরোধ করিয়াছি।” + + + শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ("নবাবী আমল” প্রভৃতি প্রণেতা।) (ミ) 十 + + + আপনারা যে উদ্যমে শ্রীহট্টের ইতিবৃত্তখানি সংকলিত করিয়াছেন, মুদ্রণের উদ্যমতাহার তুলনায় বিলক্ষণ উল্লেখযোগ্য ৷ + 十 + + শ্রীহট্টের সকল কথাই আমাদের ভাবিবার এবং ভাবিয়া শিখিবার কথা। আশা করি গ্রন্থপাঠ সমাপ্ত করিতে পারিলে অনেক শিক্ষা লাভ করিতে পারিব। + শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয়। 常 (“সিরাজ উদ্দৌলা” প্রভৃতির লেখক।) (○) “শ্রীহট্টের ইতিহাস আমাদের নিকট একটা বিশেষ গৌরবের জিনিস। অনেক দিন হইতেই এ গৌরব কাহিনী পাঠ করিতে আকাঙক্ষা হইত, কিন্তু সে আকাঙক্ষা পরিতৃপ্ত করিবার কোন উপায় ছিল না। সৌভাগ্যক্রমে বন্ধুবর শ্রীযুক্ত পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদ মহাশয় উদ্যোগ করিয়াছিলেন, আর