এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
ধূলিরাশি।
এই চাই প্রাণাধিক জননি আমার,
যতদিন পৃথিবীতে রহিবে জীবন।
অতৃপ্ত-নয়নে হেরে আনন তোমার,
ভাবিব এ ধরা মম সুখ-নিকেতন।
এই চাই প্রাণাধিক জননি আমার,
যতদিন পৃথিবীতে রহিবে জীবন।
অতৃপ্ত-নয়নে হেরে আনন তোমার,
ভাবিব এ ধরা মম সুখ-নিকেতন।