এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধূলিরাশি
৭
একটি নক্ষত্র।
ঐ যে উজল তারা শোভিছে গগণে।
রঞ্জিছে নীলাভ, ক্ষণে লোহিত, বরণে॥
এমন সুদৃশ্য তারা কভু নাহি দেখি।
বারেক হেরিলে নারি ফিরাইতে আঁখি॥
আঁধার নিশিতে কিবা করে ঝক্মক্।
ভ্রম হয় গগণেতে জ্বলিছে হীরক॥
কিন্তু হায় প্রভাতেতে দেখা নাহি যা’বে।
ঊষা আগমনে, হায়, সকল(ই) মিলা’বে॥
যখন হও গে। তুমি ওখানে উদয়।
তখন যে নবভাব মোর মনে হয়॥
তখন উথলে হৃদে আনন্দ-লহরী।
উদিলে না হেরে ভোরে থাকিতে না পারি