পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।

খেলায় খেলায় গেল বেলা,
নাহি হেরি পারের ভেলা,
চরণ ভেলা দেও এবার আমায়।
(ভব পারে যেতে হে) (ওহে ভবকাণ্ডারী)

তাল—লোফা।


নইলে গতি নাই গতি নাই, এই ভবে॥
পাপে দেহ বোঝাই ভারি,
কেমনে দেই ভবে পড়ি
গুরুভারে যদি ডুবে মরি।
(সাঁতার জানিনা জানিনা) (ভব পারে যেতে)
তুমি পতিতপাবন নাম ধরেছ হে,
এবার,পতিতে তরাতে হবে।
(ওহে দয়াল হরি)।

তাল—গর খেম্‌টা।


(হরি)এভব দুস্তর, নাহিক নিস্তার,
বিস্তর বিপদ পায়।