পাতা:ভক্তিময়ী - শরচ্চন্দ্র চৌধুরী.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভক্তিময়ী।
৪৩

তাই সব কাজ পরিহরি, জপ মন হরি হরি,
হরি বিপদ হার, হরে যম যাতনা॥

তাল-যদ্‌।


ভাব মন ভব তারণ, বিপদ ভয় বারণ।
শঙ্কট মোচন হরি, শঙ্ক নাই কর স্মরণ॥
ভজিবারে ভবে এসে, মজে মায়া মোহ বশে,
মত্তমনে নিত্যধনে ভুলিলে কুসঙ্গ দোষে,
হেলায়২ বেলা গেল, অন্ত দিন নিকটে এল,
গেলরে দিন হরি বল শমনে করিতে দমন॥

তাল—খয়রা।


ভুলিয়ে কেশবে, মজিয়ে,এসবে,
ভেবেছ কি যাবে এ ভাবে সময়।
এমন ভেবনা ভেবনা ঐ দিন রবেনা,
ঐযে নিকটে বিকট সময়॥
দিনান্তে প্রাণান্ত হইবে নিশ্চয়,
মিছে গুমোর করে পেতেছ-প্রশ্রয়,