পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৮
শান্তি।

নিশি দিন আমি
কেন কেঁদে মরি
নাই নাই বলে,

অন্তর-যামি
সে যে আহা মরি
আমায় কি ভুলে?

সুখের কায়াটি
শুখায়েও গিয়া
কায়াটি ছেড়ে রে!

যেমন ফুলটি
গন্ধে শুধু রয়
প্রণয় পাত্রেরে