পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬০
বন ফুল।

কলিতে ফুটিয়া রয়েছে সে যে
কুসুম কানন মাঝে,
চারি ধারে কাঁটা, যাবে কে কাছে?
ঘুরে অলি ফিরিয়া গেছে!

কাননেতে ফুল নানান জাতি,—
 আলো করে আছে
 নানা রূপ গাছে
নানান রকম রূপেতে মাতি;
কেহই তাহার মতন নয়
বনের কুসুম হলে কি হয়?