পাতা:কবিতা - কেশবচন্দ্র কুণ্ডু.pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬২
কবিতা।

ভ্রমরা যে এলে
ভয়ে দুলে দুলে
রবি চেয়ে কত কথা গো কয়
বনের সে ফুল তেমন নয়।

বোঝেনাক প্রেম কাহারে কয়,
আপন গরবে আপনি রয়;
নিদাঘে যখন
প্রখর তপন
ধরায় অনল ঢালিয়া দেয়,—
সুখের কুসুম শুখাতে রয়,
বনফুল শুধু হাসিতে থাকে,
নিদাঘেতে দুঃখ কি দিবে তাকে?

যতনে যে রয় অযতনে মরে,
দুখিনীর দুখে কে কবে কি করে,
তাপেতে শুখায়
সোহাগীরা হায়
ছখিনীর দুঃখ কিছুই নয়;
হাসি মুখে সে যে সকলি সয়।