পাতা:হরিমঙ্গল - প্রথম খণ্ড.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ হরিমঙ্গল । 8 এ শর্কবা মিষ্ট নাহি লাগেf! মিম ভগি তিক্ত মুখ, তুর্থ কেন পাবি মুখ ? এসলি পনস কেন ধরি তোর আগে ? হরিনামামৃত ফল, তাও দিলি রসাতল ! লাজে মরি, লাজে মরি হয় এ বিবাগে । উদ্বোধন । কি লাগিয অশ্রুজল, কেন এ নিশ্বাস ? কেন করি নিশিদিন এ ৩ অবিশ্বাস আপনারে ? হে মহান । যদি,কোনদিনআপনাকে কবে থাকি অপূর্ণ মলিন ; যদি কোন প্রলোভনে হ’য়ে আত্মহালা, পাপে ডুবে'কছু হয়ে থাকি তোমা ছাড়,= তবে সে অতীত-লাগি, কেন নিরাশায় ." প্রতিদিন ডুবিতেছি ? বিগত-চিন্তায় কেন ভবিষ্যৎ মেরি—ঘোর তমসায়— করি নিত্য সমাচ্ছন্ন ? এ ফুল্ল ধরায় ক’দিনের তরে নাথ, মোর আগমন ?-- শুধু ছ’দিনেরি খেলা করি সমাপন আবার তোমারি কোলে ফিরে যাব। さびマ