পাতা:রাজা-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিয়ে যাওয়াই ভালো । ধরা যে দেবে না তার কাছে ধরা দিয়ে লাভ কী ! 較 ঠাকুরদা। তার কাছে ধরা দিলে ধরা দেওয়াও যা, ছাড়া পাওয়াও তা । 鹽 岬 যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায় ৷ [ স্ত্রীলোকদের প্রস্থান নাচের দলের প্রবেশ ঠাকুরদা। ও ভাই, রাত তো অধেকের বেশি পার হয়ে এল, কিন্তু মনের মাতন এখনো যে থামতে চাইছে না— তোরা তো বাড়ি চলেছিল, তোদের শেষ নাচটা নাচিয়ে দিয়ে যা । कॉन আমার যুৱ লেগেছে— তাধিন তাধিন । তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে— তাধিন তাধিন । তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে— তাধিন তাধিন । তোমার গানে আমার প্রাণে যে কোন পাগল ছিল সেই জেগেছে— তাধিন তাধিন । &o