পাতা:রাজা-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোশল । তাদের মন্ত্রণাটা ঠিক বুঝতে পারছি নে। কাঞ্চীরাজকে বিশ্বাস করে ভালো করি নি । f [ প্রস্থান রোহিণী। রাজাদের মধ্যে কী একটা ব্যাপার চলছে। শীঘ্র একটা দুদৈব ঘটবে। আমাকে সুদ্ধ জড়াবে না তো ? অবস্তীরাজ । ( প্রবেশ করিয়া ) রোহিণী, রাজারা সব কোথায় গেল জান ? রোহিণী । তারা কে কোথায় তার ঠিকানা করা শক্ত । এইমাত্র কোশলরাজ এখানে ছিলেন । অবস্তী। কোশলরাজের জন্তে ভাবনা নেই। তোমাদের রাজা এবং কাঞ্চীরাজ কোথায় ? রোহিণী । অনেকক্ষণ তাদের দেখি নি । অবস্তী । কাঞ্চীরাজ কেবলই আমাদের এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছে । নিশ্চয় ফাকি দেবে । এর মধ্যে থেকে ভালো করি নি। সর্থী, এ বাগান থেকে বেরোবার পথটা কোথায় জান ? ' রোহিণী । আমি তো জানি নে । অবস্তী দেখিয়ে দিতে পারে এমন কোনো লোক নেই ? রোহিণী । মালীরা সব বাগান ছেড়ে গেছে । অবস্তী । কেন গেল ? রোহিণী। তাদের কথা ভালো বুঝতে পারলুম না । তারা বললে রাজা তাদের শীঘ্র বাগান ছেড়ে যেতে বলেছেন । অবস্ত্রী। রাজা ! কোন রাজা ? রোহিণী । তারা স্পষ্ট করে বলতে পারলে না । \\$ (R