পাতা:ব্রহ্মসংগীত ও সঙ্কীর্ত্তন (পঞ্চম সংস্করণ).pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রহ্মসঙ্গীত । ২৩৭ সেই নামামৃত লোভে, যোগীজন ভক্তিযোগে, , মনের অনুরাগে করে কঠোর সাধন ; তারা ত্যজিয়ে বিষয়পাসনা, সার করে সেই নিত্য ধন । ( সকল ছেড়ে ) - যে নাম সাধনের বলে, অপর আনন্দ মিলে, স্মরণেতে পাপতাপ করে হে হরণ ; কর আনন্দে সকলে মিলে, দয়াময় নাম সঙ্কীৰ্ত্তন | ডাক তারে প্রেমানন্দে, প্রাণভরে মনের সাধে ; পিতা দয়ালের চরণারবিন্দে, কর প্রাণ সমৰ্পণ । ( এ জনমের মত ) ৷ ৩২০ } প্রেমধামে কে যাবি আয় । সবে তার অtয় অণয় অtয় | রোগ শোক পাপ তাপ নাহিক যথায়। প্রেমময়ে দেখি যথা হৃদয় জুড়ায় । আয় রে ব:কুল হয়ে অtয় আয় অtয় । কত অাৰু স্কৃলিবে বল সংসার জ্বালায়। |TI