বিষয়বস্তুতে চলুন

পাতা:ভক্তিরত্নাকর.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मृर्छ उग्नत्र । ] उछछिल्लङ्गकङ्ग । ఇఅt তাদি সখী মহা উল্লসিত হৈয়া । ভক্ষণসামগ্ৰী সবে করে যত্ন পাইয়া ॥ নরোত্তম দাসীরূপে অতিযত্ন মতে । দুগ্ধ আবর্তন করে সর্থীর ইঙ্গিতে ॥ উথলি পড়য়ে দুগ্ধ দেখি ব্যস্ত হৈলা । চুল্লী হৈতে দুগ্ধ পাত্র হস্তে নামাইলা ॥ হস্ত দগ্ধ হৈল তাহা কিছু স্মৃতি নাই । দুগ্ধ আবর্তন করি দিলা সখী ঠাই ॥ মনের আনন্দে রাধাকৃষ্ণে ভুঞ্জাইল । অবশেষ লভ্যমাত্রে বাহু জ্ঞান হৈল ॥ দগ্ধ হস্ত দৃষ্টিমাত্রে কৈলা সঙ্গোপন । জানিলেন মৰ্ম্ম অন্তরঙ্গ কোন জন ॥ শ্ৰীনরোত্তমের যৈছে মানস ভাবনা । তাহা বিস্তারির বা কহিবে কোন জন ॥ সদা মন ভ্ৰমে নবদ্বীপ বৃন্দাবনে । আনন্দে বিহবল শ্ৰীনিবাসাচার্য্য সনে ॥ ঐনিবাস অtচাৰ্য্য ক্রীনরোত্তমে লৈয়৷ ৷ মধ্যে মধ্যে রহেন শ্ৰীগোবৰ্দ্ধনে গিয় ॥ এক দিন শ্ৰীগোবৰ্দ্ধনের কন্দরীতে । শুনি বংশীধ্বনি ত্রিজগৎ মুগ্ধ যাতে ॥ বংশীধ্বনি শ্রবণেতে হইল৷ বিহবল ৷ ধরিতে নারয়ে অঙ্গ করে টল মল ॥ প্রবেশিতে শ্ৰীগোবৰ্দ্ধনের কন্দরায় । কৃষ্ণাঙ্গ সৌগন্ধ আসি প্রবেশে নাসয় ॥ সে সৌগন্ধ পাইয়া সুখের সীমা নাই। মুচ্ছিত হইয়া দোহে পড়িলা তথাই ॥ কতক্ষণে বাহ্যজ্ঞান হইল দোহার। সম্মুখে দেখয়ে এক গোপের কুমার ॥ অপূর্ব উষ্ণীষ মাথে সুন্দর শরীর। করে এক যষ্টি মাত্র অত্যন্ত জধীর ॥ হেন গোপপুত্ৰে দেখি করিয়া অাদর । জিজ্ঞাসয়ে শ্ৰীনিবাস উল্লাস অন্তর ॥ কহ কহ গোপপুত্র কি হেতু এখানে । তেঁহো কহে তোমা দোহা রক্ষার কারণে ॥ এথা পানী ভয় তাহ না জানো তোমরা । গোচারণে এথা সব [ as 1