পাতা:প্রবাসী (দ্বাবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

والدراطي বুয়ন বিদ্যালয় —মেদিনীপুর সহরের ছোটবাজার পল্লীতে স্থানীয় কয়েকজন যুবকের চেষ্টায় শ্ৰীশ্ৰীyরামকৃষ্ণ পরমহংস প্লেবের নামে উৎসর্গিত একটি বয়ন-বিদ্যালয় স্থাপিত হইয়াছে। তৎসঙ্গে নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠারও আয়োজন হুইয়াছে। এই সাধু চেষ্টা সিদ্ধিলাভ করে ইছাই বাঞ্ছনীয় এবং দেশে এরূপ বিদ্যালয়েরংযতই আধিক্য হয় ততই মঙ্গল ।

  • --সত্যবাদী

লাভপুর সমাজ-সেবক সমিতি —প্রায় ১৫ বৎসর পূৰ্ব্বে "সমাজসেবক সমিতি" প্রতিষ্ঠিত হইয় স্থানীয় সৰ্ব্বপ্রকার জনহিতকর কার্য্যে অগ্রণী হইয়াছে ও আর্থিক অবস্থানুযায়ী যথাসাধ্য দরিদ্রনারায়ণের সেবা করিয়া আসিয়াছে। * যে কোনও রূপ সাহায্য সাদরে গৃহীত হইবে ও সংবাদপত্রাদিতে প্রাপ্তিস্বীকার করা হুইবে । শ্ৰী লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়, বি-এ, সম্পাদক । * —বীরভূমব’ৰ্ত্ত অনাথ-দেবী ভাণ্ডার,-২৪ পরগণার অন্তর্গত গারুলিয়। গ্রামে একটি অনাথ-সেব ভাণ্ডারের প্রতিষ্ঠ হইয়াছে । সেবকগণ সোৎসাহে কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন। -৭৪ পরগণা বাৰ্ত্তাবহ স্বেচ্ছাসেবক সমিতি —কয়েকজন পরার্থপর খ্ৰীষ্টীয় যুবক উদযোগী হইয়। এই সেবা-সমিতি গঠিত করিয়াছেন। উদ্দেপ্ত--বৰ্দ্ধমান জেলার "বিশেষতঃ কালুন মহকুমার পিতৃ-মাতৃহীন অনাথ ও আর্তের সেবা করা। বিস্তুচিক প্রভৃতি কঠিন পীড়ায় যত্বের অভাবে র্যাহার নিরাশ্রয়, সমিতির সেবকগণ র্তাহীদের শুশ্রুধীর জঙ্ক সতত প্রস্তুত । এই উদ্দেষ্ঠে কালনার মিশন হাসপাতালের দুইটি রোগশয্য। আমরা আয়ত্ত করিয়াছি। ” সেবকের সকলেই সামান্তবেতনজীবী, সমস্ত ব্যয়ভার বহন কর। অসম্ভব । সৰ্ব্বসাধারণের কাছে বিনীত প্রার্থনা,—প্রিয়বন্ধুগণ আমাদের এই সাধু উদ্দেণ্ডের সহায় হউন । হিন্দু মুসলমান খ্ৰীষ্টান জাতি-ধৰ্ম্মনির্বিশেষে আহন, সকলে দুঃস্থ ও পীড়িতের এই সেবাব্রতে সাহায্য 醫 छैठौँ করুন। ধিনি আমাদের সমিতির সমস্ত হইতে চান দয়া করিয়া পত্র, দিবেন। আপনি দয়া করিয়া যাহা সাহায্য করিতে ইচ্ছা করেন, শ্রদ্ধাস্পদ “পল্লীবাসী" সম্পাদক মহাশয়ের নামে পাঠাইলে আমরা অনুগৃহীত হইব । পত্রাদি এই ঠিকানায় দিবেন। “ ঐ সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, বিদ্যাভূষণ । কুপারভাইজার, স্বেচ্ছাসেবক সমিতি, মিশন হাউস, কালুন । ● -भल्लोबांनी পাঠাগার স্থাপন –পাণ্ডুয়৷ থানার অধীন দ্বারবাসিনী গ্রামে স্থানীয় কয়েকজন যুবকের চেষ্টায় সম্প্রতি একটি সাধারণ পাঠাগার স্থাপিত হইয়াছে । 坠 -চুড় বার্তাব o বাঙালীর গৌরব— • ঢাকা বজযোগিনী গ্রামের অধিবাসী ত্রযুক্ত সোমেশচন্দ্র বস্তু অঙ্কবিদ্যায় অসাধারণ কৃতী পুরুষ । সম্প্রতি তিনি বিলাতে অবস্থান করিতেছেন। ইনি হাতি বড় বড় অন্ধ-ভাগ্ল, পুরণ, ভগ্নাংশ, বর্গমূল পদ্ধতিৰ ফল অতি অল্পকাল মুধ্যেই মুখে মুখে প্রকাশ করিয়া থাকেন। প্রবাসী-আশ্বিন, ১৩২৯ [ ૨રન જ્ઞાન, મ યહ ॐांशद्र ब्लांकांश श्ब्र । यलिनिषि ईशब जककारज्ञप्त अडिऊठांद्र পরিচয় পাইয়। উপরে নীচে দুটি বাট সংখ্য অঙ্ক রাখিয় তাহার ফল <धकां* कब्रिऽङ वtणन । cनोद्भ*-बांबू वठि श्रब्रकोल भएषाएँ भप्न মনে সেই বৃহৎ অঙ্ক কৰিয়া ফল প্রকাশ করেন। তাহার এরূপ অসাধারণ অৰিষ্কার পরিচয় পাই বিলাতী সংবাদপত্রগুলি উহার অশেষ প্রশংসা করিতেছেন । আমরা সোমেশচক্রের প্রশংসার কখী শুনিয় অত্যন্ত আনন্দিত হইলাম। ভগবান উহাকে দীর্ঘজীবী করুন, এষ্ট প্রার্থন । —ঢাকা গেজেট বাঙ্গালী ভূ-পৰ্য্যটক।—উপেন্দ্রনাথ চক্ৰবৰ্ত্ত নামক একজন বাঙ্গালী ভূপৰ্য্যটক মাত্রাজ এবং সিংহল ভূঁইয়া অফ্রিকায় যাইতেছেন। গত ১৬ই আগষ্ট তারিখের সকাল বেল তিনি উড়িষ্যায় ক্লপ্স নামক স্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। সেখানকার লোকের তাহাকে সমারোহের সহিত অভ্যর্থনা করিয়াছিলেন । ১৭ই তারিখে তিনি বারিপদায় যান এবং ১৮ই বালেশ্বর অভিমুখে যাত্র করেন । তিনি নুকি পঁচিশ হাজার মাইল পদব্ৰজে ভ্রমণ করিয়াছেন। —o সৎ সাহস— * সম্প্রতি দামোদর ও কান নদীর বস্থায় অনেক গ্রাম ভাসিয়া যার ; হাওড়ার জেলা ম্যাজিষ্ট্রেট মিঃ গােনর গত শনিবার বস্তাপীড়িতদের সাহায্যার্থ গমন করিয়৷ কুলগেছিয়ার নিকট নদীস্রোতে একটি স্ত্রীলোককে নিঃসহায় অবস্থায় ভাসিয়া যাইতে দেখিতে পান এবং তৎক্ষণাৎ নিজের বিপদের কথা না ভাবিয়া স্ত্রীলোকটির উদ্ধারের জন্ত জলে বfiপাইয় পড়েন ও অতি কষ্টে তাহাকে উদ্ধায় করিয়াছেন ।

---নীহার নারী-পসঙ্গ— ,

কর্পোরেশনে স্ত্রীলোকের ভোটের অধিকার।-—াত শুক্রবার দিন কলিকাত মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আলোচনা করিবার জন্ত কপে; রেশনের এক অধিবেশন হইয়াছিল। অনেক তর্ক বিতর্কের পর স্থির হইয়ছে, স্ত্রীলোকদিগকে ভোট দিবীর অধিকার প্রদান করিতে হইবে । সম্প্রদায়গত নিৰ্ব্বাচন রহিত করিবার জন্ত একটি প্রস্তাব উপস্থিত করা হইয়াছিল । উহার পক্ষে ১৬ ও বিপক্ষে ১৭টি ভোট হওয়াতে উহ পরিত্যক্ত হইয়াছে। একজনের বহু ভোট প্রদানের অধিকারও লোপ করা হইয়াছে। —বঙ্গরত্ন भूमठभांन भश्लिांब्र कृठिछ - ७व९मत्र मॉकिन कङ्गथ् श्लूठांन মোয়াজিদজাদ, বি-এ পরীক্ষায় ইংরেজীতে ১ম শ্রেণীর অনাস পাইয়াছেন। অষ্ঠাস্ত মুসলমান পরীক্ষাধী উtহার চেয়ে অনেক কম নম্বর পাইয়াছেন। তাহার জ্যেষ্ঠ ভগ্নী বেগম হল তান য়াজিদজাদ বি-এ পরীক্ষায় গুণানুসারে ৬ষ্ঠ স্থান অধিকার করিয়াছিলেন। তিনি গত প্রিলিমিনারী বি-এল পরীক্ষায় ১ম স্থান অধিকার করিয়াছিলেন। তিনি রোমান আইনে সৰ্ব্বাপেক্ষ বেশী নম্বর পাইয়াছিলেন। তাহার পারস্তের উচ্চ ও নানাগুণসম্পন্ন মুসলমান-বশ-সম্ভূত। তাহার হাবুল মাতিন” পত্রিকার সম্পাদক মৌলানা মুয়াজ্জিাউল ইসলাম জালালউদ্দিন আলিংগানের কক্স । জারী, পাণী, উর্দু, তাহার বেশ ভাল জানেন এবং উত্তমরূপে বাংলা লিখিতে ও পড়িতে পারেন, উহার ফরাসী পত্রিকা কয়েকট উন্ন প্রবন্ধও লিখিান।