পাতা:ক্রমশ ফসিলের মত একটা শব্দ.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঠালিচাপার শেকড় থেকে বাদলপোক শেষ দুপুরে শ্রাবণীর ভরা বুক অসহ ব্যথায় টনটন ক’রে উঠলে আমার নিঃসঙ্গ কাঠালিচাপার শেকড় থেকে চুপিসারে অসংখ্য বাদলাপোকা তার চোখ ঠোট স্তনের দিকে ঘুরে ঘুরে উড়তে থাকে আর তখনই নিজনতার ডিমফুটে শালিখের ধারালো ঠোট ভেসে আসে একচোখো ভিজে কাকেরা কি ভীষণ হুড়োহুড়ি ফেলে দেয় এবং মাটিতে আমার পাখাছেড়া রক্তাক্ত শরীর পড়ে থাকে আর আকাশে আমার উড়ন্ত প্রাণে বড় বড় ফোটায় ভালোবাসার ছোয়া লাগে । २>