পাতা:বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪৪০৮
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুন ৩, ২০১২

 ৯৬। অন্যান্য খনিজ পদার্থ আবিস্কার।—লাইসেন্সগ্রহীতাকে বা ইজারাগ্রহীতাকে বা নিলাম সনদধারীকে যেই সকল খনিজের জন্য লাইসেন্স বা ইজারা বা নিলাম সনদ প্রদান করা হইয়াছে উহার বাহিরে কোন খনিজের সন্ধান বা কোন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ বা অন্য কিছুর সন্ধান পাইলে অনতিবলম্বে উহা পরিচালককে জানাইতে হইবে।

 ৯৭। ক্রোক করিবার অধিকার —কোন লাইসেন্সগ্রহীতা বা ইজারাগ্রহীতা এই বিধিমালার অধীন পরিশোধযোগ্য কোন পরিমাণ বকেয়া, ফিসমূহ এবং রয়্যালটি নিৰ্দিষ্ট তারিখের পরবতী ৩৬৫ (তিনশত পয়ষট্টি) দিনের মধ্যে পরিশোধ না করিলে কতৃপক্ষ উক্ত লাইসেন্স বা ইজারা বাতিল করিতে পারিবে এবং বকেয়া পাওনা, ফিসমূহ ও রয়্যালটি লাইসেন্সগ্রহীতা বা ইজারাগ্রহীতার নিরাপত্তা জামানত এবং ব্যাংক গ্যারাণ্টি হইতে আদায় করা হইবে এবং অবশিষ্ট অর্থ ভূমি রাজস্বের বকেয়া হিসাবে The Public demands Recovery Act, 1913 (Act III of 1913) এর অধীন আদায় করা হইবে:

 তবে শর্ত থাকে যে, লাইসেন্স বা ইজারার অধিকার বিধি ১৪ এর অধীনে বন্ধক রাখা হইলে কতৃপক্ষ বকেয়া আদায়ের লক্ষ্যে বন্ধক গ্রহীতাকে লাইসেন্স বা ইজারা বাতিলের অভিপ্রায় অবহিত করিবেন এবং কতৃপক্ষ প্রথম পদক্ষেপ হিসাবে করে খরচ আদায়ের লক্ষ্যে অতঃপর বিধি ৩০ এ নিৰ্দেশিত পাওনা আদায়ের স্বার্থে অতঃপর বন্ধকী পাওনা আদায়ের লক্ষ্যে এবং পরবতীতে এই বিধিমালার অধীন পাওনা, ফিসমূহ, রয়্যালটি আদায়ের লক্ষ্যে নিলামের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করিতে পারবে এবং উক্তরোপ বিক্রয়লব্ধ অর্থে দাবী পূরণ না হইলে কতৃপক্ষ The Public Demands Recovery Act, 1913 (Act III of 1913) এর অধীন ভূমি রাজস্ব বকেয়া হিসাবে এই ধরণের বকেয়া আদায় করিতে পারিবে।

 ৯৮। হিসাবের খাত।—এই বিধিমালার অধীন আবেদন ফি, বাৎসরিক ফি বা নিরাপত্তা জামানতের সুদ বা জরিমানা বা অন্য কিছু হিসাব খাত “১/৪২৪১/০ /২৬৮১” এ এবং রয়্যালটি বা কোয়ারী ইজারা মূল্য হিসাব খাত “১/৪২৪১/০ /১৭৭০১” এ জোরী চালানের মাধ্যমে জমা প্রদান করিতে হইবে।

 ৯৯। রহিতকরণ ও হেফাজত।— (১) এই বিধিমালা জারী হইবার সঙ্গে সঙ্গে The Mines and Minerals Rules, 1968 রহিত হইবে।

 (২) উক্ত বিধিমালা রহিতকরণ সত্বেও রহিত বিধিমালার অধীন মথুরকৃত বা নবায়নকৃত লাইসেন্স বা ইজারা বা উক্ত বিধিমালার অধীন গৃহীত কার্যক্রম বা আরোপিত জরিমানা এইরুপ বলবৎ কিবে যেন উক্তরোপ মঞ্জরকৃত, নবায়নকৃত লাইসেন্স বা ইজারা, আরোপিত জরিমানা বা অন্য সকল কার্যক্রম এই বিধিমালার অধীন কৃত হইয়াছে।