পাতা:গুরুদক্ষিণা - প্রভাষ ঘোষ.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরুদক্ষিণা হরি—হঁ্য ভাই, ভীম উবু হয়ে বসতে পারেন? চন্দর—কথার মাঝে কথা কওয়া ভাল না, শোন বলি– তারপর, গুলিকা খেলতে-খেলতে ত’ সেটা একটা পাশের কূপে পড়ে গেল । রাজপুত্রেরা তখন কি করে ? কৃপ থেকে তোলবার কত চেষ্টা করলে । কেউ বলল—দড়ি দিয়ে তোল ! কেউ বলল—অন্য উপায় দেখ। কেউ বলল—ভীমকে জলে নাবিয়ে দাও, তাহ’লে কূপের জল কানায়-কানায় উঠে আসবে, হয়ত এতে গুলিকা পাওয়া গেলেও যেতে পারে !—কিন্তু বন্তক্ষণ গেল—কেউই পারলে না। সবাই মুখ বিমৰ্ষ ক’রে রইল । হরি—তারপর ? চন্দর—তারপর ?--তারপর একজন সন্ন্যাসীর মত পুরুষ এলেন সেখানে, সঙ্গে তার একমাত্র ছেলে । তিনি রাজপুত্রদের এমন বিপদ দেখে বললেন, আমি তোমাদের গুলিকা কুড়িয়ে দিতে পারি। এমন কি, আমার এই আংটি দেখচে, তাও ঐ কৃপের মধ্যে ফেলে দিয়ে আবার তুলতে পারি। আমার এমনি অস্ত্র শিক্ষা আছে। এই-না ল’লে—তিনি তখুনি তার সেই আংটি ছুড়ে ফেলে দিলেন সেই কূপে । আমি আর বাবা অবাক হয়ে রইলুম —কি হবে এবার ! হরি—তারপর ? চন্দর—সন্ধ্যা হয়ে এলো...এখুনি অন্ধকার হয়ে আসবে । চললুম এখন ।