brs রবীন্দ্র-রচনাবলী सेतुंबेो নহ মাত, নহ কস্তা, নহ বধূ, স্বন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী। গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জাল সন্ধ্যানীপখানি, দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্রনেত্রপাতে স্মিতহাস্তে নাহি চল সলজ্জিত বাসরশষ্যতে স্তব্ধ অধরাতে । উষার উদয়সম অনবগুষ্ঠিত তুমি অকুষ্ঠিত। বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশী। আদিম বসস্তপ্রাতে উঠেছিলে মস্থিত সাগরে ডান হাতে সুধাপাত্র বিষভাও লয়ে বাম করে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্রশাস্ত ভুজঙ্গের মতে পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফণ লক্ষ শত করি অবনত । কুন্দণ্ডভ্র নগ্নকাস্তি স্বরেন্দ্ৰবন্দিতা, তুমি অনিন্দিতা। কোনোকালে ছিলে না কি মুকুলিকা বালিকা-বয়সী। হে অনন্তযৌবন উর্বশী। আঁধার পাথারতলে কার ঘরে বসিয়া একেলা মানিক মুকুত লয়ে করেছিলে শৈশবের খেলা, মণিদীপদীপ্ত কক্ষে সমুদ্রের কল্লোলসংগীতে অকলঙ্ক হাস্যমুখে প্রবাল-পালঙ্কে ঘুমাইতে কার অন্ধটিতে ।
পাতা:রবীন্দ্র-রচনাবলী (চতুর্থ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৬
অবয়ব