পাতা:রবীন্দ্র-রচনাবলী (একাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতাঞ্জলি দুয়ার খুলিয়া হে উদার নাথ, রাজ-সমারোহে এসো । বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায় ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুত্রে অালোকে এসে । مثلا 5 لا يق5ة مواد © এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে । তার হৃদয়-বাশি আপনি কেড়ে বাজাও গভীরে । নিশীথরাতের নিবিড় সুরে বাশিতে তান দাও হে পুরে যে তান দিয়ে অবাক কর’ গ্রহশশীরে । যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে, গানের টানে মিলুক এসে তোমার চরণে । বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি, একলা বসে শুনব বাশি অকূল তিমিরে । وہ دہی دِ 53: ہم র-১ ১|| ৪ 8ఫి