পাতা:রবীন্দ্র-রচনাবলী (অষ্টাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নটীর পূজা • * ఆవి লোকেশ্বরী। সে-ভয় মনে একেবারে নেই তা নয়। রত্নাবলী । মোহে পড়ে যে-মিথ্যাকে মান দিয়েছিলেন তাকে দূরে সরিয়ে দিলেই মোহ কাটে না। সেই মিথ্যাকে অপমান করুন তবে মুক্তি পাবেন। লোকেশ্বরী। মল্লিক, ওই শোনো । উদ্যানের উত্তর দিক থেকে শব্দ আসছে। ভেঙে ফেললে, সব ভেঙে ফেললে। ওঁ নমো—ষাক যাক ভেঙে যাক । রত্নাবলী। চলে না, মহারানী, দেখে আসি গে । লোকেশ্বরী। যাব যাব, কিন্তু এখনো না । রত্নাবলী। আমি দেখে আসি গে । [ প্রস্থান লোকেশ্বরী । মল্লিক, বাধন ছিড়তে বড়ো বাজে । মল্লিক । তোমার চোখ দিয়ে যে জল পড়ছে। লোকেশ্বরী। ওই শোনো না, ‘জয় কালী করালী’—অন্ত ধ্বনিটা ক্ষীণ হয়ে এল, এ আমি সইতে পারছি নে । মল্লিক । বুদ্ধের ধর্মকে নির্বাসিত করলে আবার ফিরে আসবে—অন্ত ধর্ম দিয়ে চাপ না দিলে শান্তি নেই। দেবদত্তের কাছে ষখন নূতন মন্ত্র নেবে তখনই সাস্বনা পাবে। লোকেশ্বরী। ছি ছি, ব'লে না, ব'লে না, মুখে এনে না। দেবদত্ত ক্রর সর্প, নরকের কীট । যখন অহিংসাত্ৰত নিয়েছিলেম তখনো মনে মনে তাকে প্রতিদিন দগ্ধ করেছি, বিদ্ধ করেছি। আর আজ! যে-আসনে আমার সেই পরমনির্মল জ্যোতির্তাসিত মহাগুরুকে নিজে এনে বসিয়েছি তার সেই আসনেই দেবদত্তকে ডেকে আনব ! ( জান্থ পাতিয়া ) ক্ষমা করে প্রভু, ক্ষমা করে । ভারত্ৰয়েণ কৃতং সৰ্বং অপরাধং ক্ষমতু মে প্রভো | উঠিয়া। ভয় নেই, মল্লিক, ভিতরে উপাসিকা আছে সে ভিতরেই থাক, বাইরে আছে নিষ্ঠুর, আছে রাজকুলবধূ তাকে কেউ পরাস্ত করতে পারবে না। মল্লিক, আমার নির্জন ঘরে গিয়ে বসি গে, যখন ধুলার সমূত্রে আমার এতকালের আরাধনার তরণী একেবারে ডুবে যাবে তখন আমাকে ডেকে । [ উভয়ের প্রস্থান ধূপ দীপ গন্ধ মাল্য মঙ্গলঘট প্রভৃতি পুজোপকরণ লইয়। রাজবাটার একদল নারীর প্রবেশ । পুষ্পপাত্রকে ঘিরিয়া সকলে বt-গন্ধ-গুণোপেতং এতং কুসুমসস্ততিং পূজয়ামি মুনিনাসূল লিরি-পাদ-সম্বোরূহে। প্ৰণাম ও শঙ্খধ্বনি । ধূপপাত্রকে ঘিরিয়া >b'-९९ k 播 (>