পাতা:কুটীরের গান - ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুটারের গান । পরলোকের দেশ হ’তে তাই আসচে তা’র চুপি চুপি ও-লোক হ’তে এ-লোক পানে—কে জানেগে কিসের লুভী ? অ’াধারে কেউ ধনের মায়ায় যক্ষ হ’য়ে রয় পাহারায়, - কেউবা আসে, হাওয়ায় যখন গন্ধ পাঠায় জুই-করুবী, তারই মাঝে প্রিয়জনায় ডাক দিয়ে যায় চুপি চুপি । বাহির হতে ঠেলছে হুয়ার আর কে যেন হাওয়ার সাথে ! বাতায়নে শিয়রে ঐ দাড়ালে৷ কে দু’পর রাতে ? দেয়ালে কা’র পড়লো ছায়া ? স্বপন নাকি ? ভুলের মায়া ? ঝিলমিলিতে শব্দ হ’ল ঐ না মৃদ্ধ ঝঞ্চনাতে ? বুকখানা কে ছুয়ে গেল স্বপন-সম স্নিগ্ধহাতে ? রাত ভিখিরী ভিখ, মেগে যায় আবছায়াতে ঘরে ঘরে, অতৃপ্ত তা’র বুকের তৃষায় একটুখানি তৃপ্তি-তরে । নেমে আসে ভুবন-তলে, উকি দিয়ে যায়গো চলে’, অলখপথের আনাগোনায় ডাক দিয়ে যায় পথের পরে, ঘুমের ঘোরে যায়গো ছুয়ে কামনারই তৃষ্ণ-ভরে। । ১৭