পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૭ রবীন্দ্র-রচনাবলী শুধু ছলছল কলকল ; শুধু স্বর, শুধু নৃত্য, বেদনার কলকোলাহল ; শুধু এ সাতার— কখনো এ পারে চল, কখনো ও পরে, কখনো বা অদৃশ্ব গভীরে, কন্তু বিচিত্রের তীরে তীরে । ছন্দের তরঙ্গদোলে কত যে ইঙ্গিত ভঙ্গী জেগে ওঠে, ভেসে যায় চলে । স্তব্ধ মৌনী আচলের বহিয়৷ ইশার নিরন্তর স্রোতোধার। অজান সম্মুখে ধায়, কোথ। তার শেষ কে জানে উদ্দেশ । আলোছায়। ক্ষণে ক্ষণে দিয়ে যায় ফিরে ফিরে স্পর্শের পর্যায় । কহু দূরে কখনো নিকটে প্রবাহের পটে মহাকাল দুই রূপ ধরে পরে পরে কালে। অার সাদ । কেবলি দক্ষিণে বামে প্রকাশ ও প্রকাশের বাধ৷ অধরার প্রতিবিম্ব গতিভঙ্গে যায় একে এ কে, গতিভঙ্গে যায় ঢেকে ঢেকে । So বিপুল। এ পৃথিবীর কতটুকু জানি । দেশে দেশে কত-না নগর রাজধানী— মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত-ন। আজান জীব, কত-ন। অপরিচিত তরু রয়ে গেল অগোচরে । বিশাল বিশ্বের আয়োজন ; মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ ।