পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী মৈস্বরপতি হৈদরান্ত্রির, .s দপ কুরির ধ্বংস্ত্রণ দেখিতে দেখিতে পুরিয়া উঠিল সেনানী আশি সহস্ৰ । নানা দিকে দিকে নানা পথে পথে মারাঠার যত গিরিদরি হতে । বীরগণ যেন শ্রাবণের স্রোতে ছুটিয়া আসে অজস্র । উড়িল গগনে বিজয়পতাকা, ধ্বনিল শতেক শঙ্খ । হুলুরব করে অঙ্গন সবে, মারাঠা-নগরী কঁাপিল গরবে, রহিয়া রহিয়া প্রলয়-আরবে বাজে ভৈরব ডঙ্ক । ধুলার আড়ালে ধ্বজ-অরণ্যে লুকালে প্রভাতস্বর্য । রক্ত অশ্বে রঘুনাথ চলে, আকাশ বধির জয়কোলাহলে— সহসা যেন কী মস্ত্রের বলে থেমে গেল রণতৃর্ষ । সহসা কাহার চরণে ভূপতি জানালো পরম দৈন্ত ? সমরোম্মাদে ছুটিতে ছুটিতে সহসা নিমেষে কার ইঙ্গিতে সিংহদুয়ারে থামিল চকিতে আশি সহস্র সৈন্ত ?