পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিকা । চিরায়মান। যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ । বেণী নাহয় এলিয়ে রবে, সিথে নাহয় বাক হবে, নাই বা হল পত্ৰলেখায় সকল কারুকাজ । কাচল যদি শিথিল থাকে নাইকে তাহে লাজ । যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ । এসে দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে । ভয় কোরে না, অলক্তরাগ মোছে যদি মুছিয়া যাক— নুপুর যদি খুলে পড়ে নাহয় রেখে এলে । খেদ কোরো না মালা হতে মুক্ত খসে গেলে । এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে । হেরো গো, ওই আঁধার হল, অণকাশ ঢাকে মেঘে । ও পার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্ত মাঠে বাতাস ওঠে জেগে । లినరీ