পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sbr o রবীন্দ্র-রচনাবলী দক্ষিণসমুদ্রপারে তোমার প্রাসাদদ্বারে হে জাগ্রত রানী, বাজে না কি সন্ধ্যাকালে শাস্ত স্বরে ক্লাস্ত তালে বৈরাগ্যের বাণী ? সেথায় কি মূক বনে ঘুমায় না পাখিগণে আঁধার শাখায় ? তারা গুলি হর্ম্যশিরে উঠে না কি ধীরে ধীরে নিঃশব্দ পাথায় ? লতাবিতানের তলে বিছায় না পুষ্পদলে নিভৃত শয়ান ? হে অশ্রাস্ত শান্তিহীন, শেষ হয়ে গেল দিন, এখনো আহবান ? রহিল রহিল তবে অামার আপন সবে, অামার নিরাল-— মোর সন্ধ্যাদীপালোক, পথ-চাওয়া দুটি চোখ, যত্বে গাথা মালা । খেয়াতরী যাক বয়ে গৃহ-ফেরা লোক লয়ে ও পারের গ্রামে, তৃতীয়ার ক্ষীণ শশী ধীরে পড়ে যাক খসি কুটিরের বামে । রাত্রি মোর, শান্তি মোর, রহিল স্বপ্নের ঘোর, সুস্নিগ্ধ নির্বাণ— আবার চলিহু ফিরে বহি ক্লান্ত নতশিরে তোমার আহবান | বলে তবে কী বাজাব, ফুল দিয়ে কী সাজাব তব দ্বারে আজ ? রক্ত দিয়ে কী লিখিব, প্রাণ দিয়ে কী শিখিব, কী করিব কাজ ?