পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さbbア রবীন্দ্র-রচনাবলী ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে । ওষ্ট ডাকে শোনে পেন্স ঘনঘন, ধবলীরে আনে গোহালে । এখনি আঁধার হবে, বেলাটুকু পোহালে । দুয়ারে দাড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তার ফিরিছে কি ? রাপাল বালক কী জানি কোথায় সারাদিন আজি খোয়ালে । এখনি আঁধার হবে, বেলাটুকু পে হালে । শোনে শোনে ওই পারে যাবে ব’লে কে ডাকিছে বুঝি মাঝিরে । খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে । পুবে হাওয়া বয়, কুলে নেই কেউ, জু কুল বাহিয়৷ উঠে পড়ে ঢেউ, দর-দর বেগে জলে পড়ি জল ছল-ছল উঠে বাজি রে । খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে । ওগে, আজ তোরা যাস নে গে| তোর যাস নে ঘরের বাহিরে—