পাতা:রবীন্দ্র-রচনাবলী (দশম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ج لاسسص ه لا উৎসর্গ চিরদারিদ্র্য করিব মোচন চরণের ধুলা লুটে । মুর-ফুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে । রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয় । ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তোমারি উত্তরীয় । দৈন্তের মাঝে আছে তব ধন, মেীনের মাঝে রয়েছে গোপন তোমার মন্ত্র অগ্নিবচন তাই আমাদের দিয়ো । পরের সজ্জা ফেলিয়া পরিব তোমার উত্তরীয় । দাও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব । দাও আমাদের অমুতমন্ত্র, দাও গো জীবন নব । যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে, মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব । মৃত্যুতরণ শঙ্কাহরণ দণও সে মন্ত্ৰ তব । b->