পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী অশ্বশালে জাগিল ঘোড়া হস্তিশালে হাতি । মল্লশালে মল্প জাগি ফুলায় পুন ছাতি । জাগিল পথে প্রহরিদল, জুয়ারে জাগে দ্বারী, আকাশে চেয়ে নিরখে বেলা জাগিয়া নরনারী । উঠিল জাগি রাজাধিরাজ, জাগিল রানীমাতা । কচালি আঁখি কুমার সাথে জাগিল রাজভ্ৰাতা । নিভৃত ঘরে ধূপের বাস, রতন-দীপ জালা, জাগিয়া উঠি শয্যাতলে শুধাল রাজবালা— কে পরালে মালা । খসিয়া-পড়া আঁচলখনি বক্ষে তুলি দিল । আপন-পানে নেহারি চেয়ে শরমে শিহরিল । ত্রস্ত হয়ে চকিত চোখে চাহিল চারিদিকে, বিজন গৃহ, রতন-দ্বীপ জলিছে অনিমিথে । গলার মালা খুলিয়া লয়ে ধরিয়া দুটি করে