পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেঁজুতি গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ, রেখার রঙের তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন । গেল চলি তব জীবনের তরী রেখার সীমার পার অরূপ ছবির রহস্যমাঝে অমল শুভ্রতার । শাস্তিনিকেতন שסן-לן המ ছুটি আমার ছুটি আসছে কাছে সকল ছুটির শেষ, ছবি একটি জাগছে মনে— ছুটির মহাদেশ । আকাশ আছে স্তন্ধ সেথায়, একটি স্বরের ধারা অসীম নীরবতার কানে বাজাচ্ছে একতারা । আলমোড়া জ্যৈষ্ঠ ১৩৪৪ や〉