পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Wν" রবীন্দ্র-রচনাবলী নাতবউ অস্তরে তার ষে মধুমাধুরী পুঞ্জিত স্বপ্রকাশিত স্বন্দর হাতে সন্দেশে । লুব্ধ কবির চিত্ত গভীর গুঞ্জিত, মত্ত মধুপ মিষ্টরসের গন্ধে সে । দাদামশায়ের মন ভুলাইল নাতিত্বে প্রবাসবাসের অবকাশ ভরি আতিথ্যে, সে কথাটি কবি গাথি রাখে এই ছন্দে সে । সযতনে যবে স্বর্যমুখীর অর্ঘ্যটি অানে নিশাস্তে, সে ও নিতান্ত মন্দ না । এও ভালে। যবে ঘরের কোণের স্বর্গটি মুখরিত করি তানে মানে করে বন্দন । তৰু আরো বেশি ভালো বলি শুভদৃষ্টকে থালাখানি যবে ভরি স্বরচিত পিষ্টকে মোদক-লোভিত মুগ্ধ নয়ম নন্দে সে । প্রভাতবেলায় নিরালা নীরব অঙ্গনে দেখেছি তাহারে ছায়া-অালোকের সম্পাতে । দেখেছি মালাটি গাথিছে চামেলি-রঙ্গনে, সাজি সা জাইছে গোলাপে জবায় চম্পাতে । আরো সে করুণ তরুণ তন্তর সংগীতে দেখেছি তাহারে পরিবেশনের ভঙ্গীতে, স্মিতমুখী মোর লুচি ও লোভের স্বন্দ্বে সে । বলে কোন ছবি রাখিব স্মরণে অঙ্কিত— মালতীজড়িত বঙ্কিম বেণীভঙ্গিম ? দ্রুত-অঙ্গুলে স্বরশৃঙ্গার ঝংকৃত ? শুভ্ৰ শাড়ির প্রাস্তধারার রঙ্গিমা ?