পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وا د রবীন্দ্র-রচনাবলী লিখেছিছু কবিতা স্বরে তালে শোভিতা— এই দেশ সেরা দেশ বচিতে ও মরতে । ভেবেছিই তখুনি, একি মিছে বকুনি । আজি তার মর্মটা পেরেছি যে ধরতে । যদি জন্মাস্তরে এই দেশেই টান ধরে ভাইরূপে আর বার আনে যেন দৈব— হাড়ি হাড়ি রন্ধন, ঘষা ঘষি চন্দন, ভগ্নী হবার দায় নৈবচ নৈব । আসি যদি ভাই হয়ে যা রয়েছি তাই হয়ে সৌরগোল পড়ে যাবে হুলু আর শঙ্খে— জুটে যাবে বুড়ির পিসি মাসি খুড়ির1, ধুতি আর সন্দেশ দেবে লোকজনকে ; বোনটার ধ’রে চুল টেনে তার দেব দুল, খেলার পুতুল তার পায়ে দেল দলিয়া । শোক তার কে থামায়, চুমো দেবে মা অামায়,