পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br রবীন্দ্র-রচনাবলী সেবারে এই সিন্ধুতীরের কুঞ্জবীথিকায় যেন আমার জীবন-লতিকায় ফোটে প্রেমের সোনার বরন ফুল ; হয় যেন আকুল নবীন রবির আলোকটি তাই বনের প্রাঙ্গণে ; আনন্দ মোর জনম নিয়ে তালি দিয়ে তালি দিয়ে নাচে যেন গানের গুঞ্জনে । ২২ মাঘ ১৩২১ পদ্ম २१ আমার কাছে রাজা আমার রইল অজানা । তাই সে যখন তলব করে খাজান। মনে করি পালিয়ে গিয়ে দেব তারে ফাকি, রাখব দেনা বাকি । যেখানেতেই পালাই আমি গোপনে দিনে কাজের আড়ালেতে, রাতে স্বপনে, তলব তারি অাসে নিশ্বাসে নিশ্বাসে । তাই জেনেছি, আমি তাহার নইকো অজানা । তাই জেনেছি ঋণের দায়ে ডাইনে বঁায়ে বিকিয়ে বাসা নাইকে আমার ঠিকানা । তাই ভেবেছি জীবন-মরণে যা আছে সব চুকিয়ে দেব চরণে ।