পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

+ * ** * * i r n d I | * * * rr.

মনে করে একটি গান উঠল জেগে নীরব সময়ের বুকের মাঝখানে একটি মাত্র নীলকান্তমণি— তাকে কি দেখতে হবে গয়নার বাক্সের মধ্যে । বিক্রমাদিত্যের সভায় কবিতা শুনিয়েছেন কবি দিনে দিনে । ছাপাখানার দৈত্য তখন কবিতার সময়াকাশকে দেয় নি লেপে কালী মাখিয়ে । হাইড্রলিক জাতীয় -পেষা কাব্যপিগু তলিয়ে যেত না গলায় এক-এক গ্রাসে, উপভোগটা পুরো অবসরে উঠত রসিয়ে । হায় রে, কানে শোনার কবিতাকে পরানো হল চোখে দেখার শিকল, কবিতার নির্বাসন হল লাইব্রেরি-লোকে ; নিত্যকালের অাদরের ধন পাব্লিশরের হাটে হল নাকাল । উপায় নেই, জটলা-পাকানোর যুগ এটা । কবিতাকে পাঠকের অভিসারে যেতে হয় পটল-ডাঙার অগ্নিবাসে চড়ে । মন বলছে নিশ্বাস ফেলে— আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে । তুমি যদি হতে বিক্রমাদিত্য আর আমি যদি হতেম— কী হবে বলে । জন্মেছি ছাপার কালিদাস হয়ে । তোমরা আধুনিক মালবিকা Sషా